নিজস্ব সংবাদদাতা: কলকাতার (Kolkata) কোনও ট্রাম লাইন যেন আপাতত বুঁজিয়ে ফেলা না হয়। কলকাতার ঐতিহ্য রক্ষা করতে ফের সচেতন হতে নির্দেশ হাইকোর্টের (High Court)। রাজ্যের আইনজীবী তালে মাদুস সিদ্দিকি বলেন, রাজ্য কলকাতা পুলিশ সহ অন্যান্যদের নিয়ে গঠিত কমিটিকে জানিয়েছি যাতে অন্তত একটা রুটে 'ময়দান থেকে খিদিরপুর' রুটে পিপিপি মডলে ট্রাম চালানো যায়। প্রধান বিচারপতির প্রস্তাব মতই যাতে কোন বেসরকারি সংস্থা এতে যুক্ত হয় তাদের আহবান জানানো হয়েছে।
আলিপুর এরিয়াতে ট্রাম লাইন বুঁজিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছিল । সেখানে দীর্ঘদিন (১৫-২০)ধরে ট্রাম চলাচল বন্ধ ছিল। তবে কারা এটা করেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তা খতিয়ে দেখছে। পরিবহন দফতর বলছে তারা এখনও জানে না কারা করেছে। কারন পরিবহন দফতর এই রকম নির্দেশ দেয়নি।
প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞনম ও বিচারপতি চৈতালি চ্যাটার্জির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত ট্রাম লাইন বুঁজিয়ে ফেলা বন্ধ রাখতে হবে। যতদিন না আদালত নির্দিষ্ট কমিটি কলকাতার সমস্ত লাইন পরিদর্শন করে রিপোর্ট না দিচ্ছে আদালতে। খিদিরপুর ট্রাম লাইনের বিলুপ্তির বিষয়ে কলকাতা পুলিশকে তদন্ত করে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কমিটি বৈঠকে বসবে। তাতে লাইন বুঁজিয়ে ফেলার বিষয়টি আলোচনা উঠবে। এই সংক্রান্ত রিপোর্ট আদালতকে দিতে নির্দেশ।