নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, বিজেপির তফশিলি মোর্চার ধর্নার সময়সীমা বাড়ল আদালত। ডরিনা ক্রসিংয়ে বিজেপির তফশিলি মোর্চার ধর্না চলছে। অনুমতি অনুযায়ী, আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিজেপির তফশিল মোর্চার ধর্নার শেষ দিন। এরই মধ্যে ধর্নার সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মোর্চার কর্মীরা। সেই আবেদনে সাড়া দিল হাইকোর্ট।
জানা গিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না দিতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপির তফশিলি মোর্চা।
এদিন রাজ্যের তরফে সওয়াল করা হয়, বিজেপির তফশিলি মোর্চা কেন আগে এ নিয়ে কিছু বলল না? রাজ্যের তরফে আইনজীবী প্রশ্ন করেন, প্রথমে যখন অনুমতি চাওয়া হয় বা আদালতে আগের পর্যায়ের শুনানির সময় কেন বলল না, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না চালিয়ে নিয়ে যেতে চায়? কারণ তারা জানত একসঙ্গে এত লম্বা ধরনার অনুমতি আদালত দেবে না। এর আগে ২৯ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডরিনা ক্রসিং বা ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি দিয়েছিল আদালত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০০০ জনকে নিয়ে ধর্নার করার অনুমতি দেয় আদালত।
উল্লেখ্য, দেশ জুড়ে আজ আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছে সমস্ত ধরনের মানুষ। আজ রাতের বেলা ফের একবার জুনিয়র ডাক্তাররা একজোট হবেন। তারা আজ মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে সমবেত হবেন।