BREAKING : ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই ! এবার ভারতীয় সেনাকে নিয়ে বড় মন্তব্য করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : আপদকালীন পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত রাজ্য ? নিশ্চিত করতে ক্যাবিনেট বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
‘দেশরক্ষার জন্য আমি আমার সিঁদুর পাঠাচ্ছি’, নববধূর এই কথায় এখন শক্তি জওয়ান মনোজ ধ্যানেশ্বর পাতিলের
BREAKING : মাদ্রাসার ছাত্রদের নিয়ে যুদ্ধ করবে পাকিস্তান ! ফের বিতর্কিত মন্তব্য করলেন
BREAKING : পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ! রাজৌরির সীমান্তবর্তী এলাকা খালি করছেন বাসিন্দারা
BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !
BREAKING : কাশ্মীরে অবস্থানরত ছাত্রদের জন্য বড় ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু !
BREAKING : ১৫ই মে পর্যন্ত গুজরাটে নিষিদ্ধ করা হল আতশবাজি ও ড্রোন !
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় কোনও ঘোষণা ? ফের প্রেস ব্রিফিং আজ বিকেল ৫টা ৩০মিনিটে

আরজি কর কাণ্ডঃ বড় জয় বিজেপির-অস্বস্তি বাড়ল রাজ্যের! বিরাট রায় হাইকোর্টের

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
bjp tmc delhi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, বিজেপির তফশিলি মোর্চার ধর্নার সময়সীমা বাড়ল আদালত। ডরিনা ক্রসিংয়ে বিজেপির তফশিলি মোর্চার ধর্না চলছে। অনুমতি অনুযায়ী, আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিজেপির তফশিল মোর্চার ধর্নার শেষ দিন। এরই মধ্যে ধর্নার সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মোর্চার কর্মীরা। সেই আবেদনে সাড়া দিল হাইকোর্ট।

জানা গিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না দিতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপির তফশিলি মোর্চা।

এদিন রাজ্যের তরফে সওয়াল করা হয়, বিজেপির তফশিলি মোর্চা কেন আগে এ নিয়ে কিছু বলল না? রাজ্যের তরফে আইনজীবী প্রশ্ন করেন, প্রথমে যখন অনুমতি চাওয়া হয় বা আদালতে আগের পর্যায়ের শুনানির সময় কেন বলল না, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না চালিয়ে নিয়ে যেতে চায়? কারণ তারা জানত একসঙ্গে এত লম্বা ধরনার অনুমতি আদালত দেবে না। এর আগে ২৯ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডরিনা ক্রসিং বা ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি দিয়েছিল আদালত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০০০ জনকে নিয়ে ধর্নার করার অনুমতি দেয় আদালত।

উল্লেখ্য, দেশ জুড়ে আজ আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছে সমস্ত ধরনের মানুষ। আজ রাতের বেলা ফের একবার জুনিয়র ডাক্তাররা একজোট হবেন। তারা আজ মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে সমবেত হবেন।