জেলে যাবে স্বাস্থ্য দপ্তর-তিহার যাবে হাওয়াই চটি! ঘোষণা বিজেপি নেতার

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
mamata36

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাতে সিবিআইয়ের দুর্নীতি-দমন শাখা সন্দীপ ঘোষের সঙ্গে আরও ৩ জনকে গ্রেফতার করে। অভিযুক্তরা হলেন সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলি। এই বিষয়ে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "এই প্রত্যেকের সম্পর্কে খোঁজ নিন এরা মাননীয়ার কতটা ঘনিষ্ঠ। বাংলাদেশিদের মেডিকেল বর্জ্য বিক্রি করতো এরা। মাথার ওপর অনুপ্রাণিত আশীর্বাদ ছিল।" 

তিনি এক টুইট বার্তায় বলেন, "বাংলার শিক্ষা দপ্তর জেলে রয়েছে, খাদ্য দপ্তর জেলে রয়েছে। চিন্তা করবেন না এবার স্বাস্থ্য দপ্তরও খুব তাড়াতাড়ি জেলে যাবে। এবং সবশেষে দিল্লির তিহার জেলে যাবেই হাওয়াই চটি।"