চন্দ্রযান ৩-এর সাফল্যে পুজো, বাদ গেল না কলকাতাও

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো (ISRO) রবিবার জানিয়েছিল যে এই অর্জন ভারতীয় বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি এবং শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে প্রমাণিত হবে। এটি মহাকাশ অনুসন্ধানে ভারতের অগ্রগতির প্রতীক হবে।

author-image
SWETA MITRA
New Update
chandraa kol.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার চাঁদের বুকে পা রাখতে চলেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। আর ইসরোর এই মিশনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। দেশের জায়গায় চলছে প্রার্থনা, মহাযজ্ঞ।

11111 BANNER.jpeg

এরই মাঝে চন্দ্রযান- মিশনের সাফল্যের জন্য কলকাতার (Kolkata) পাটুলি উপনগরী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়। দেখুন সেই ভিডিও…