সমাজের 'শুদ্ধি 'করণে হাজরা পার্ক দুর্গোৎসবে এবার হরিজনরা

কি রয়েছে এবারের থিমে ?

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
গ

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কটা দিন বাকি আছে। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আগামী ২রা অক্টোবর মহালয়া। সেদিন থেকেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। কলকাতা থেকে শহরতলি দুর্গাপুজোকে ঘিরে সর্বত্র রমরমা চলছে। কলকাতায় দুর্গাপুজো এক মাত্রা বহন করে। 

উল্লেখ্য, কলকতার বেশ কয়েকটি জনপ্রিয় দুর্গাপুজো রয়েছে। যেগুলো দেখতে মানুষের ঢল নামে। তেমনই একটি পুজো হল হাজরা পার্কের দুর্গাপুজো। এটি বিগত ৮১ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে। এই বছর এই পুজোটি ৮২ বছরে পদার্পণ করল।

এই বছর হাজরা পার্কের পুজোর থিম হল ' শুদ্ধি '। এবার তাদের পুজো মণ্ডপে স্থান পাবে দলিত শ্রেণীর পুজোর ইতিহাস। পুজো কমিটির এক উদ্যোক্তা জানিয়েছেন যে, এই পুজোটি যতীন দাস পার্কের কাছে কিছু দূরে অবস্থিত ছিল 'মেথর বস্তি '। সেই বস্তি'ই এবার থিম হিসেবে উঠেছে হাজরা পার্ক দুর্গোৎসবের পুজোমণ্ডপে। তিনি  আরও জানান যে, পূর্বের সমাজে ' হরিজন ' শ্রেণীর মানুষদের পুজো মণ্ডপে প্রবেশের অধিকার ছিল না। তবে হাজরা পার্কের এই পুজোটি শুরুই হয়েছিল ' হরিজন ' শ্রেণীর মানুষদের জন্য। যাতে তারাও দুর্গাপুজোতে অংশগ্রহণ করতে পারে। 

আরও জানা গিয়েছে যে, হরিজন শ্রেণীর মানুষরা যেহেতু পুজো মণ্ডপে ঢোকার অনুমতি পেত না, সেই কারণেই এবার মণ্ডপের বাইরের দিকে রাখা হয়েছে মাতৃ মূর্তি এবং প্রথমবার মণ্ডপে প্রবেশের পরে মেথর শ্রেণীর মানুষদের মনের যে উচ্ছ্বাস চোখে মুুখে ফুটে উঠেছিল, সেই সবের বর্ণনা করা হয়েছে মণ্ডপের ভিতরে।  

আরও জানা গিয়েছে যে, ১৯৪০ সালে প্রথম এই দুর্গাপুজো শুরু হয়েছিল। কলকাতা পুরসভার দলিত কর্মচারী সংগঠন প্রথম এই পুজোর আয়োজন করে। ১৯৪০ সালের পুজোর সাথে চলতি বছরের পুজোর মিল রেখেই এই পুজোর সজ্জা করেছেন শিল্পী বিমান সাহা।

impac puja 2024