নিজস্ব সংবাদদাতা: বীণাপাণির পুজো আজ। শুভেচ্ছা এএনএম নিউজের সব পাঠককে। বাগদেবী বা সারদার আরাধনা করলে বিদ্যাস্থানে সব সমস্যা মিটে যাওয়ার আশা থাকে সব পড়ুয়াদের। তাই সারা বছরের মধ্যে এই পুজোর প্রতি তাদের আগ্রহ ও ভরসা একটু বেশিই থাকে।
কোন ফুল ও ফল দিয়ে পুজো দিলে সন্তুষ্ট হবেন মা সেটা কি জানেন? পলাশফুল দিন মায়ের চরণে। হলুদ বা সাদা রঙের যে কোনও ফুল দিয়েও দেওয়া যায় পুজো। ফলের মধ্যে কুল অবশ্যই দেবেন।