রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সিদ্ধান্ত মমতার! না জানলে লস

বদলে গেল রাজ্যে সরকারি কর্মচারীদের ছুটি। সেই অনুযায়ী বেতন পাল্টে যাবে। আপনি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ে নিন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
sa

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ছুটি নেওয়ার ব্যবস্থা বছরের পর বছর ধরে পাল্টাতে থাকে। বহুদিন ধরে এই রাজ্যে চলে আসছে সরকারি কর্মচারীদের অর্ধ বেতন ছুটির প্রক্রিয়া। পুজো পার্বণ থাকার পাশাপাশি ক্যাজুয়াল লিভ, নিজস্ব ছুটি ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা ছুটি পেয়ে থাকে। এর সাথে কিন্তু রয়েছে অর্ধ বেতন ছুটির ব্যবস্থা।

যে কোনো সরকারি কর্মী ব্যক্তিগত প্রয়োজন কিংবা শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদন করতে পারে। যদি তার চাকরির এক বছর পূর্ণ হয় তাহলে সে ২০ দিনের অর্ধ বেতন ছুটির জন্য আবেদন করবে। এই ছুটিটি ২বারে ভাগ হয়ে যাবে। অর্থাত্‍ এক বছরের মেয়াদ পূর্ণ হলে জানুয়ারি মাসে সেই সরকারি কর্মচারী ছুটির জন্য আবেদন করবেন। ১০ দিনের অর্ধ বেতন তার অ্যাকাউন্টে ১লা জানুয়ারি ঢুকে যাবে। আবার সেই ব্যক্তি বাকি ১০ দিনের ছুটি জুলাই মাসে নিতে পারে। কোনও মাসের ১০ তারিখ ছুটির জন্য আবেদন করলে আগের দিন ৯ তারিখ অর্ধেক বেতন পাবেন। এরফলে তিনি যে পরিমাণ বেতন অগ্রিম পাচ্ছেন, সেই পরিমাণ বেতনের অর্ধেক পরিমাণ মহার্ঘ ভাতা পাবেন। তার বাকি অর্ধেক বেতনের পরিমাণ স্বরূপ তিনি পাবেন চিকিত্‍সা ভাতা এবং বাড়ি ভাড়ার খরচ সমূহ।