১ জুলাই, ছুটি ঘোষণা করল সরকার

কেন ছুটি দেওয়া হচ্ছে আগামী মাসে?

author-image
Anusmita Bhattacharya
New Update
holiday3

নিজস্ব সংবাদদাতা: চলতি মাসের প্রথম দিকেই জামাইষষ্ঠীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি দিয়েছিলেন। এবার আগামী মাসের প্রথম দিনেও আরও একটি অর্ধদিবস ছুটি পাবেন কর্মীরা।

mamata nabannas.jpg

আগামী ১ জুলাই কর্মীরা পাবেন সেই ছুটি। সেদিন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটি রাজ্যে 'ডক্টর দিবস' হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষ্যেই রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে জারি করে জানায় যে সোমবার দুপুর ২টোর পর সমস্ত সরকারি অফিস বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই জুলাই মাসে আগামী ১৭ জুলাই মহরমের জন্যেও একটি ছুটি দেওয়া হবে রাজ্যের সরকারি কর্মচারীদের।