নিজস্ব সংবাদদাতা: বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ফের দুশ্চিন্তার কালো মেঘ। পুলিশের দ্বারস্থ সৌরভ-ঘরণী ডোনা গাঙ্গুলি (Dona Ganguly)। পেশায় তিনি নৃত্যশিল্পী। জনপ্রিয়তাও দাদার চেয়ে কম নয়। এবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করল দুষ্কৃতীরা।
এ নিয়ে এক বছরের মধ্যে তিনবার ডোনার সমাজমাধ্যমে দুষ্কৃতীদের হানা। গোটা ঘটনায় বিরক্ত এবং ক্ষুব্ধ ডোনা। ফেসবুক প্রোফাইল হ্যাক করে তাতে আরবি শব্দে ডোনার নাম লেখা হয়। ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনা জানান, 'কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করছি দ্রুত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ফিরে পাব।'
তিনি আরও বলেন, 'এ নিয়ে তিনবার আমার ফেসবুক হ্যাক করা হল। কেন যে আমাকে নিশানা করা হচ্ছে বুঝছি না। আমি শুধুমাত্র নাচ ও সেই সংক্রান্ত ভিডিও বা ছবি ছাড়া কিছুই সেভাবে পোস্ট করি না । বারবার বিব্রত হতে হচ্ছে।'