নিজস্ব সংবাদদাতাঃ বড়দিনের রাতে খাদ্য ভবনে চলল গুলি। খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। জানা গিয়েছে, এদিন রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবারের গুলিতে তিনি জখম হয়েছেন। গুলি লেগেছে ওই পুলিশকর্মীর বুকে। ৫৩ বছর বয়সি ওই কনস্টেবলের নাম তপন দাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর রাতে সেখানেই মৃত্যু হয় পুলিশকর্মীর। গোটা শহর যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা, তখন আচমকা এই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে এদিন রাত আটটা নাগাদ। কীভাবে গুলি চলল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।