"হুগলির মানুষকে নমস্কার, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা"- রচনা ব্যানার্জিকে চরমতম কটাক্ষ বাংলারই নেতার

রচনা ব্যানার্জিকে চরমতম কটাক্ষ বাংলারই নেতার। 

author-image
Aniket
New Update
Rachana Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার রচনা ব্যানার্জির কুইন্টাল কুইন্টাল জল প্রসঙ্গে বার্তা দিলেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেছেন, "কুইন্টাল কুইন্টাল জল !!!!! হুগলির মানুষকে নমস্কার।। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা।।" 

উল্লেখ্য এর আগে অনুপম হাজরা বলেছেন, "2-4 কেজি জল ছাড়লে ঠিক ছিলো কিন্তু DVC'র এরকম 'কুইন্টাল-কুইন্টাল' জল ছাড়ার তিব্ব পোতিবাদ জানাচ্ছি...." 

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=315&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fanupam.hajra.71%2Fvideos%2F937844315054755%2F&show_text=true&width=560&t=0" width="560" height="430" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

এছাড়াও তরুণজ্যোতি তিওয়ারি ট্রাম নিয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, "ট্রাম এবং কলকাতা সম্পর্ক নিয়ে নতুন কিছু বলার নেই।। কতটা সুবিধা হত কতজন ব্যবহার করত সেগুলো নিয়ে বলাটাও এখন বেকার।। আমার মনে একটা অন্য প্রশ্ন আছে। ট্রাম ডিপোর জমিগুলো কাকে দেওয়া হবে সেটা ঠিক করে নিয়েছে তো তৃণমূল? একটা অজুহাত দেওয়া হবে জানি যে জনগণের স্বার্থে ডিপোর জায়গাগুলো কোন না কোন সংস্থাকে দেওয়া হবে।। ঠিক যেমন CESC কে দেওয়া হয়েছিল Quest Mall এর জায়গাটা। গোয়েঙ্কা দের ব্যবসায়ী স্বার্থ চরিতার্থ হয় কিন্তু জনগণের কোন স্বার্থে লেগেছে সেটা আজও বুঝতে পারলাম না।।"