কালিপুজোর আগে দারুন খবর ! বাজি বাজারের প্রত্যাবর্তন

ছোটবেলার স্মৃতি উস্কে দিয়ে ফের আসতে চলেছে বাজি পোড়ানোর এক আলাদা ইমোশন। বাবা মায়ের হাত ধরে বাজি কিনতে যাওয়া ছোটবেলায় প্রায় সকলেরই কমবেশি হয়েছে।

author-image
Adrita
New Update
f

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ জটিলতার পর ফের এবছর টানা ১৫ দিনের জন্য বাজি বাজার বসতে চলেছে কলকাতার কেন্দ্রস্থলে। শহিদ মিনারের কাছে ফের বসতে চলেছে এই বাজি বাজার। শহিদ মিনারের পাদদেশে আগামী ৩১ অক্টোবর থেকে বাজি বাজার বসতে চলেছে। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। ভাইফোঁটা পর্যন্ত বাজি কেনার সুযোগ পাবেন কলকাতাবাসীরা।  

hiring 2.jpeg

প্রায় তিন বছর পর কলকাতায় ফের বাজি বাজার চালু হচ্ছে বলে জানিয়েছে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি।সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির তরফে জানা গিয়েছে, এবার ময়দানে মোট ৫০ টি স্টল থাকবে। এছাড়াও একাধিক জেলায় বাজি বাজারের আয়োজন করা হবে। সারা রাজ্যে কমবেশি ৭০ টি জায়গায় বাজি বাজার বসবে বলে জানা গিয়েছে। 

hiring.jpg