প্রাইমারি শিক্ষকদের নিয়ে বিরাট পদক্ষেপ নিল মমতা সরকার!

B.Ed ডিগ্রিধারী শিক্ষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এবার আর ভয় নেই তাদের। সরকার করে দেবে বড় ব্যবস্থা। রইল সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
teacher

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায় যে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকা আবশ্যক। কারুর এই ডিগ্রি না থাকলে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকে আবেদন করতে পারবে না। দিশেহারা হয়ে যান হাজার হাজার প্রাথমিক শিক্ষক। ২০২০ সালে চাকরি পাওয়া অধিকাংশ শিক্ষকই প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন B.Ed ডিগ্রির উপর ভিত্তি করে। তখন নিয়ম অনুসারে B.Ed থাকলেই প্রাথমিকে আবেদন করা যেত। এবার সেসব B.Ed ডিগ্রিধারী শিক্ষকদের পাশে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৩-২৫ শিক্ষাবর্ষেই এই প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের D.El.Ed প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও ভয় থাকবে না।

rectify impact.jpg