বকেয়া DA: ৪ অগস্ট! বড় পদক্ষেপ

মহার্ঘ্য ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারের কিছু কর্মীরা। তবে বরফ এতে গলেনি। এবার বৃহত্তর আন্দোলনের দিকে ঝুঁকছে সংগ্রামী যৌথ মঞ্চ।

author-image
Anusmita Bhattacharya
New Update
da.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েক মাস ধরে শহিদ মিনার চত্বরে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে চলেছেন সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা চেয়ে পথে বসেছেন বিভিন্ন দফতরের কর্মীরা। মামলা-মোকদ্দমা, বৈঠকের পরও লাভ হয়নি। রাজ্য সরকার এখনও কোনও ইতিবাচক ভূমিকা নেয়নি। এবার তাই আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতা ছাড়িয়ে তাঁদের স্বর পৌঁছে যাবে দিল্লিতে। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন তাঁরা।

চিঠিতে জানানো হয়েছে যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে গিয়ে তাঁরা দেখেছেন যে সরকার গুরুত্ব দিচ্ছে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ৪ অগস্ট রাষ্ট্রপতিকে চিঠি দিতে চলেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা পেনশন প্রাপকরা। তাঁরা স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাবেন।