নিজস্ব সংবাদদাতা:রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট এল। বৃহস্পতিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি রাজ্যের কর্মীদের জন্য ছুটি দিয়ে দিল সরকার। সবের বরাত উপলক্ষ্যে পূর্ণ দিবস ছুটি রয়েছে। ১৪ ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন বলে ছুটি থাকবে। বিজ্ঞ়প্তি জারি করে দিয়েছে সরকার। এই দুইদিন সমস্ত সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা সব বন্ধ করা হবে।
২০২৪ সালের ২২ নভেম্বর জানানো হয় সবের বরাত উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি ছুটি দেওয়া হবে। তবে এবার সবের বরাত ১৩ তারিখ। তাই ওই দিন ছুটি। এদিকে পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার ছুটি দেওয়া হল। বৃহস্পতি ও শুক্রবারের পর শনি ও রবিবার ছুটি।