নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর ধমকে মুখ্যমন্ত্রীর ধম র পরে বাড়ছে সরকারি বাস। আজ থেকেই ধাপে ধাপে বাস বাড়ছে রাস্তায়। ২ জানুয়ারি পরিবহন মন্ত্রীকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাস বাড়িয়ে ট্রিপ বেড়ে হচ্ছে ৪১৯৮। বিশেষ নজর গড়িয়াহাট রাসবিহারী, কালীঘাট, আলিপুর ও এক্সাইড অঞ্চলে। নিউ টাউন এলাকায় বাসের ট্রিপ বাড়িয়ে ১০৮ থেকে করা হচ্ছে ১৫৬।