নিজস্ব সংবাদদাতা: এবার অপসারিত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ, রাজ্যপালের নির্দেশকে অমান্য করে সমাবর্তনের আয়োজন করা হয়। আগামীকাল সমাবর্তন অনুষ্ঠান রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই অভিযোগের ভিত্তিতেই নিজেরই নিযুক্ত করা অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। তাহলে কি কাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না?