নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ স্থির করা হয়েছে বিরোধীদের অন্ধকারে রেখে। এই অভিযোগে শনিবার রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করল বঙ্গ বিজেপির প্রতিনিধি দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল, পুরশুরার বিধায়ক বিমান ঘোষরা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত জানান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার দাবি রাখা হয়েছে। রাজ্যে পুলিশের সংখ্যা অপর্যাপ্ত। রাজ্য পুলিশ দিয়ে অবাধ ভোট সম্ভব নয়। সিভিক ভলেন্টিয়ারদের পঞ্চায়েত ভোটে নামানোর সিদ্ধান্তর বিষয়ে সুকান্ত বলেন, কোনো চুক্তিভিত্তিক কর্মীকে ভোটের কাজে লাগানো যাবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় সিভিকের ব্যবহার বেআইনি। এমতাবস্থায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার আশ্বাস পর্যন্ত দিয়েছেন রাজ্যপাল।