নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য এবার তৃতীয় নাম চাইল রাজভবন। সূত্রে খবর, প্রথমে রাজ্যের তরফে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম দেওয়া হয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। এরপর রাজভবনের তরফে দ্বিতীয় নাম চেয়ে পাঠানো হয়। রাজ্য এ আর বর্ধনের নাম পাঠিয়েছিল। এবার তৃতীয় নাম চাওয়া হল। আপাতত ফাঁকাই রয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের পদ। জট কবে কাটবে, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
রাজ্যপাল সোমবার সকালে দিল্লি গিয়েছিলেন, রাতে ফিরেছেন। ফের মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্যের বাইরে যাচ্ছেন তিনি। ফলে এই জট কবে কাটবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে রবিবার। তারপর থেকে ফাঁকাই রয়েছে সেই পদ। সোমবার রাত পর্যন্ত জট কাটেনি। রাজ্যের পাঠানো নামেও মিলছে না রাজভবনের সমর্থন।