নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্য। পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকে লেগে রয়েছে অশান্তি। এই অশান্তির খবর নিতেই এবার রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল। সূত্রে খবর, ইতিমধ্যে রাজভবনে উপস্থিত হয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। আসানসোলের বারাবনিতে তৃণমূল বনাম সিপিএম সংঘর্ষ। লাভপুরে আক্রান্ত বিজেপি কর্মী-নেতারা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীদের মারধর। জেলাশাসকদের কাছ থেকে এই সব অশান্তির রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন।