নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ট্রায়াল করার অনুমোদন দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অর্থাত্ এরপর সিবিআই- এর তদন্তের অগ্রগতিতে আর কোনও বাধা রইল না। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় এক বছর আগে ইডি গ্রেফতার করে পার্থকে। পরে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করে সিবিআই। তবে তাঁর বিচারের ক্ষেত্রে রাজ্যপালকেও অনুমোদন দিতে হতো। মঙ্গলবার সেই অনুমোদন দেন রাজ্যপাল। দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়ার পর দল বহিষ্কার করলেও পার্থ চট্টোপাধ্যায় নিজে ইস্তফা দেননি। আর একজন পূর্ণ মন্ত্রীকে যেহেতু শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, তাই তাঁর বিরুদ্ধে তদন্ত করতে গেলে বিধানসভার অধ্যক্ষের পাশাপাশি রাজ্যপালের অনুমতি নেওয়া আবশ্যক। সিবিআই তাই আগেই আবেদন করেছিল।