নিজস্ব সংবাদদাতাঃ কমিশনারের ভূমিকায় হতাশ রাজ্যপাল। 'মানুষ হতাশ হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত। শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনারকে নিয়োগ করেছিলাম। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। মানুষের রক্তপাত নিয়ে দরাদরি করা যায় না', মুখ খুললেন সিভি আনন্দ বোস। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার রাজ্যপাল ফিরিয়ে দেওয়ায় এই মুহূর্তে গোটা পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেই সিভি আনন্দ বোস বুঝিয়ে দিলেন, রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকায় তিনি একেবারেই খুশি নন।