ক্ষমা চাইতে হবে রাজ্যপালকে, অন্যথায়…

উপাচার্য নিয়োগ থেকে একাধিক ইস্যু, বর্তমানে রাজ্য-রাজ্যপাল সংঘাত বারবার খবরের শিরোনামে উঠে এসেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
CV.jpg

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যপাল তথা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যকে মানহানির নোটিস। চাইতে হবে নিঃশর্ত ক্ষমা। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি। এই মর্মেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। এই বিষয় নিয়ে এখন জোর শোরগোল শিক্ষামহলে। 

জানা গিয়েছে, আইনজীবী শ্রাবণী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে রাজ্যপালকে মানহানির নোটিস পাঠিয়েছেন ওমপ্রকাশ। নোটিসে লেখা রয়েছে, "জুলাইয়ের ১ তারিখ আমার ক্লায়েন্টের কাছে একটি ফরওয়ার্ডেড হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। তাতে লেখা ছিল আপনি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই খবর সোশ্যাল মিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও সম্প্রচারিত হয়। এই অপ্রচারের কারণে আমার ক্লায়েন্টের মানহানি হয়েছে। তাই এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে আইনি পদক্ষেপ করা হবে।"