নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মাঝে সীমান্ত সিল করার বিষয়ে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস সংবিধানের ১৬৭ নং অনুচ্ছেদের অধীনে মুখ্যমন্ত্রীকে এই প্রতিবেদনটি সঠিক কিনা এবং যদি তাই হয় তবে এটি করার কারণ ব্যাখ্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই তথ্য দিয়েছে রাজভবন।
দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে অনবরত জল ছাড়ার কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্যা কবলিত এলাকায় সফরে গিয়ে বারবার দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী তিনদিন বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দিয়ে দিয়েছেন এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল থেকে ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়েছে বেশ কিছু পণ্যবাহী গাড়ি। ঝাড়খণ্ডের প্রশাসনিক আধিকারিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর ৭২ ঘন্টার সেই নির্দেশের কথা তখন জানিয়ে দেয় জেলা পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পর আসানসোল-ঝাড়খণ্ড সীমানার ৫টি নাকা পয়েন্ট বন্ধ করার কাজ শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে।