নিজস্ব সংবাদদাতা : সোমবার তৃণমূলের ৩০ জন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মিনিট ৩০-এর বৈঠক সম্পন্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সন্ধেয় রাজভবন থেকে বেরলো বোসের গাড়ি। সন্ধ্যা পৌনে সাতটার বিমানে দিল্লি যাচ্ছেন তিনি। কী হবে? ধর্না কবে প্ত্যাহার করবে তৃণমূল? এবার কি তবে সব সমস্যা মিটে যাবে? বকেয়া আদায় হবে? উঠছে এমনই সব প্রশ্ন।
এদিন তৃণমূলের তরফে বঞ্চিতদের চিঠি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তর জানতে চাওয়া হয়েছে তিনটি প্রশ্নের। কেন্দ্রের কাছে বকেয়া সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করা হয়েছে রাজ্যপালকে। মনরেগা প্রকল্পের কর্মীদের মধ্যেও বাড়ছে অসন্তোষ। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। রাজ্যপালও আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখার। কী হয় শেষ পর্যন্ত সেটাই এখন দেখার।