নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যপাল সিভি আনন্দ বসুর পরিবার ইন্ডিয়া পোস্টের নামে নিবেদিত।
কলকাতা জিপিও-র ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে রাজ্যপাল বসু উল্লেখ করেন যে, তাঁর মা ছিলেন পোস্ট মিস্ট্রেস।
তিনি কেরালায় তাঁর গ্রাম এবং পোস্ট অফিসের সাথে তাঁর সংযোগের সাথে জড়িত বেশ কয়েকটি ঘটনা বর্ণনা করেছিলেন।
কলকাতা জিপিও ভবনে 'জার্নি অব মেইলস' প্রদর্শনী, কলকাতা জিপিও'র ২৫০ বছর নিয়ে একটি বিশেষ ফিলাটেলিক কভার এবং কলকাতা জিপিও ভবনে ভারতীয় ডাকটিকিটের সোনায় মোড়া রুপোর রেপ্লিকা উদ্বোধন করেন রাজ্যপাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্ট সেক্রেটারি বিনীত পান্ডে এবং পিএমজি পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান নীরজ কুমার।