‘রাজ্যপাল বোস রাজ্যপাল ধনখড়ের উত্তরসূরি’, বুঝিয়ে দিল তৃণমূল

'তিনি দিদিগিরির কথা বলছেন, কিন্তু রাজ্যপাল নিজেই 'পদ্ম পাল' হয়ে গেছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cv anand bosee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তারপর থেকেই ফের রাজভবনে মহিলা নির্যাতনের ইস্যুটি প্রকোট হয়ে উঠেছে। এমন অবস্থায় গতকালই রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল বলেন এই রাজ্যে ‘দিদিগিরি’ চলছে। এদিন সেই প্রসঙ্গ টেনেই তৃণমূল নেতা শান্তনু সেন একহাত নিলেন রাজ্যপালকে।

তিনি বলেন, “রাজ্যপাল বিজেপিকে খুশি করার জন্য জগদীপ ধনখড়ের পথকেই অনুসরণ করছেন। জগদীপ ধনখড়ও বিজেপিকে খুশি করে ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন। তিনিও বিজেপিকে খুশি করার চেষ্টা করছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাজ করছেন। তিনি দিদিগিরির কথা বলছেন, কিন্তু রাজ্যপাল নিজেই 'পদ্ম পাল' হয়ে গেছেন”।

governorbose

santanu sen.png

Add 1