রাজীবকে নিরপেক্ষ থাকার পরামর্শ রাজ্যপালের

রাজ্য নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ ভূমিকা পালন করার পরামর্শ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে।

author-image
Ritika Das
New Update
anand bose.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোট নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই রবিবার বিকেলে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, এই বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনারকে পঞ্চায়েত ভোটে নিরপেক্ষ ভাবে কাজ করার পরামর্শ দেন রাজ্যপাল। 

রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচিত হওয়ার পর রাজীব সিনহা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না বলে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। এমন পরিস্থিতিতে রাজীব গেলেন রাজভবনে। রবিবার সকালেই জানা যায় যে, সিভি আনন্দ বোস রাজ্যের নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজভবনে। যদিও পরে রাজ্যপাল দাবি করেন, রাজভবনের তরফে রাজীব সিনহাকে তলব করা হয়নি। তিনি নিজেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন। রাজ্যপাল তাঁকে আসতে বলেছিলেন।