সিভিক ভলেন্টিয়ার ইস্যুতে ফের চাপে রাজ্য! তথ্য তলব রাজ্যপালের

সিভিক ভলেন্টিয়ার ইস্যুতে একাধিক বিষয়ে রাজ্যকে প্রশ্ন তলব রাজ্যপালের।

author-image
Tamalika Chakraborty
New Update
cv anand boseq1.jpg

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে বার বার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা।  এবার রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ–সহ ১২টি বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তথ্য চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে রাজ্যের কাছে কাছ থেকে সিভিক ভলেন্টিয়াকদের নিয়োগ সহ ছয় বিষয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

বুধবার রাজভবন মিডিয়া সেলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতি জারি করে ১২টি নির্দিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  ২০২১ সাল থেকে কতজন সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন? তাঁদের বেতন বাবদ কত টাকা রাজ্যের খরচ হয়? কোন সরকারি অর্ডারের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল? কোন নিয়মে নিয়োগ করা হয়েছিল? যোগদানের আগে সিভিক ভলেন্টিয়ারদের কোনও ট্রেনিং দেওয়া হয়েছিল? কোন বিভাগের কাজের জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়? এই সব প্রশ্ন রাজভবনের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে।