নিজস্ব সংবাদদাতা: এবার বঙ্গ বিজেপির তরফে বড় দাবি করা হয়েছে। বঙ্গ বিজেপির তরফে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যার ক্যাপশনে বলা হয়েছে, "সরকারি হাসপাতালগুলিতে ওষুধের বদলে দেওয়া হতো বিষ! এই বিষ ওষুধ খাওয়ার তালিকায় আপনিও নেই তো?" বঙ্গ বিজেপির করা এই ট্যুইট রইল আপনাদের জন্য।