ব্রহ্মাকে জানতে ধরা দিন ‘গৌরীবেরিয়া সার্বজনীনে’

এবছর তাঁদের থিম ‘অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2023-09-13 at 13.47.26.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গৌরীবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব, এবছর তাঁদের পুজো ৯০তম বর্ষে পদার্পণ করল। এবছর তাঁদের থিম ‘অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা’। অর্থাৎ, আমাদের এই জীবন প্রক্রিয়া যা ব্রহ্মাকেই আমরা অর্পণ করি। আমাদের মৃত্যু হয়ে যায় একটা সময় কিন্তু আত্মার কোনও মরণ নেই। সে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে ব্রহ্মার স্মরণাপন্ন হতে। এমনই এক ভাবনা থেকে তৈরি হচ্ছে এবছরের পুজো মন্ডপ।

গৌরীবেরিয়ার এই অসাধারণ থিমের যিনি মূল উদ্যোক্তা তিনি হলেন তুহিন ঘোষ। আর প্রতিমা শিল্পী নবকুমার পাল। সম্পূর্ণ পুজোমন্ডপকে ফুটিয়ে তুলতে এবছর তাঁদের খরচ হচ্ছে ১৮ লক্ষ টাকা। দর্শকরা এই পুজোমন্ডপ দেখতে পাবেন দ্বিতীয়ার দিন থেকেই।