দুর্গাপুজোয় কোনও ‘ড্রাই ডে’ নেই

দুর্গাপুজোয় কোনও ‘ড্রাই ডে’ নেই। সুতরাং সব দিনই মদের দোকান খোলা থাকবে বঙ্গে। ২০১৬ সালে প্রথম এই নীতি নিয়েছিল রাজ্য আবগারি দফতর।

মদ বিক্রেতা চাইলে দুর্গাপুজোর অষ্টমী এবং দশমীতে দোকান বন্ধ রাখতে পারেন

খুচরো বিক্রেতারা দাবি করেছিলেন, দুর্গাপুজোয় কর্মচারীদের ছুটির ব্যবস্থা করা হোক। এবার সেই দাবি মেনে নিয়ে প্রথমবার রাজ্য সরকার বিশেষ নির্দেশ দিল। সেই নির্দেশে উল্লেখ করা হয়েছে, কোনও মদ বিক্রেতা চাইলে দুর্গাপুজোর অষ্টমী এবং দশমীতে দোকান বন্ধ রাখতে পারেন।

অনুমতি নিতে হবে

তার জন্য অনুমতি নিতে হবে। দুর্গাপুজোয় মদের দোকান বন্ধ রাখতে হলে বিক্রেতাদের আবেদন করতে হবে জেলা আবগারি দফতরে। তারা বিবেচনা করে একদিন বা দু’দিন বন্ধ রাখার অনুমতি দেবে।