নিজস্ব সংবাদদাতা: এই বছরেই পুজোর আগে কিংবা পুজোর পরেই হাওড়া ময়দান থেকে চালু হয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। এই স্টেশনে ২০ থেকে ২৫ মিনিট অন্তর প্রতিটা মেট্রো থেকে প্রায় আড়াই হাজার যাত্রী নামবেন বলে আশা করা হচ্ছে। হাওড়া ময়দান চত্বরে বিপুল মানুষের সমাগমে কীভাবে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে কিংবা স্টেশন চত্বরে কোথায় পার্কিং করা হবে তা নিয়ে এবার নানা পরিকল্পনা ও সার্ভে শুরু হয়ে গেল। সোম ও মঙ্গলবার কাজের দিন হাওড়া ময়দান চত্বরে ভিড় এড়াতে মঙ্গলাহাটকে ওই দু'দিনের পরিবর্তে শনি ও রবিবার করা যায় কি না তা নিয়ে বৈঠক করলেন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী।