নিজস্ব সংবাদদাতাঃ ছাত্রছাত্রীদের জন্য সুখবর ! এবার উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে ফেসবুক-ইউটিউবে। এমনই কথা জানিয়ে দিল চ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
/anm-bengali/media/post_attachments/38e0c71e700c2ed1997f47ae231728757afad9b9d578996b9822b1d89c97688d.jpg)
জানা গিয়েছে যে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি, ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন, ফর্মপূরণ সহ একাধিক বার্তা দেওয়া হবে এই মাধ্যমে। এই বিষয়ে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, '' অভিভাবকরাও আজকাল অ্যাকটিভ থাকেন সোশ্যাল মিডিয়ায়। তবে সংসদের ওয়েবসাইটে তাদের বিশেষ একটা আগ্রহ নেই। সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি। ইউটিউবে গিয়ে https://www.youtube.com/@wbchse1975 ক্লিক করলে পৌঁছে যাওয়া যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চ্যানেলে। ''
/anm-bengali/media/post_attachments/46d79f8ed4d144e9fb6a46a73a2cfb679f44f04658a92eb65a508784edcc7945.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)