নিজস্ব সংবাদদাতা: আজ দেবীপক্ষের সপ্তমী। আট থেকে আশি, সকলেই দেবীর দর্শন করতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছেন। এমনকি দূর দূরান্তে যেতেও হচ্ছে অনেককেই। ফলে বরাবরের মতো পুজোর এই কটাদিন ট্রেনে-বাসে বাড়তি ভিড় তো আছেই। তবে এবার যাত্রীদের হয়রানি কম করতে সুখবর শোনাল ভারতীয় রেল।
এতদিন লাইন মেরামতির জন্য ব্যান্ডেল কাটোয়া শাখায় বেশকিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়। আবার কয়েকটি ট্রেন ঘুর পথে চালাতে হয় রেলকে। কিন্তু আগামীকাল অর্থাৎ অষ্টমী থেকে ব্যান্ডেল-কাটোয়া শাখার অম্বিকা কালনা এবং জিরাট লাইনে স্বাভাবিক সময় মেনেই ট্রেন চলাচল করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে
কিছু ইএমইউ লোকাল বাতিল করা হয় যা পুনরায় চালানো হবে এবার। তার একটি তালিকা এসেছে সামনে। কাটোয়া থেকে ৩৭৭৪৬ এবং ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ বাতিল করা হয় যা কাল অর্থাৎ শুক্রবার থেকে পুনরায় চলবে। এদিকে কাটোয়া থেকে ৩৭৭৪৮ এবং ব্যান্ডেল থেকে ৩৭৭৫১ ট্রেন দুটি গন্তব্যের আগেই থামিয়ে দেওয়ায় যাত্রীদের সমস্যা হচ্ছিল। সেগুলিও এবার স্বাভাবিক নিয়মে চলবে। ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া গ্যালপিং লোকালের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। আগামীকাল থেকে সেটিও করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল।