নিজস্ব সংবাদদাতা: ১৪৮ দিন পরে ঘুম থেকে উঠবেন শ্রী বিষ্ণু। ফলে ভাল দিন শুরু হবে টাকার পাহাড়ে ডুবে যাবে ৪ রাশির জাতক-জাতিকারা৷ আগামী ২৩ নভেম্বর, ২০২৩, বৃহস্পতিবার, দেব উঠনি একাদশী হওয়ায় এইদিন ভগবান বিষ্ণুর উপাসনা করুন৷ এইবারের দেবউঠনি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইদিন সর্বার্থ সিদ্ধি সংযোগ, রবিযোগ ও মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হচ্ছে৷
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য টাকা পয়সার বন্যা বয়ে যাবে৷ এর ফলেই মেষের জাতক-জাতিকারা জীবনে প্রচুর টাকা পয়সা পেতে চলেছেন৷
কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি দেখা দেওয়ার সম্ভাবনা৷ টাকা-পয়সা রোজগার করার জন্য ভাল সময় আসতে চলেছে আপনাদের।
তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিনিয়োগ অত্যন্ত শুভ ফল দিতে পারে৷ দেবউঠনি একাদশীতে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হয়ে যাবে আপনাদের।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ সময় আসছে। আপনাদের মান সম্মান বাড়বে, পড়ুয়াদের জন্য অত্যন্ত বড় খবর আসতে পারে এখন।