নিজস্ব সংবাদদাতাঃ প্রতিনিয়ত ওঠানামা করছে সোনার দাম। গত মাসের শেষের দিকে সোনার দামে ভীষণভাবে পরিবর্তন দেখা গিয়েছে। তবে চলতি মাসে কেমন থাকবে সোনার দাম? সেই নিয়েই উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ভারতে স্বর্ণ ও রূপার ওপর শুল্ক ৬ শতাংশ কমিয়েছে কেন্দ্রীয় সরকার। মৌলিক শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের সোনার ওপর শুল্ক কমানোর পরেও বেড়েছে সোনার দাম। চলতি মাসের শুরু থেকেই বেড়ে গিয়েছে সোনার দাম। আজ নতুন মাসের দ্বিতীয় দিনেও সোনার দাম আকাশছোঁয়া। গতকালকে থেকে আজ আরও বেড়েছে সোনার মূল্য। রুপোর দামেও বিশেষ পরিবর্তন দেখা গিয়েছে। তবে রুপোর দাম তুলনামুলক ভাবে আগের থেকে খানিকটা কমেছে।
আজ ২ আগস্ট, সোনার দাম গ্রাম প্রতি অনেকটাই বেড়েছে। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৭০২৮ টাকা। ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম ৬,৬৬৭ টাকা। এছাড়াও আজ ১ কিলোগ্রাম রুপোর দাম ৮৩,৮১০ টাকা। দেশে সোনা ও রুপো কেনার সময়ে গহনার ওপর নির্ধারিত মূল্যের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।