নিজস্ব সংবাদদাতা: সামনেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই ভোটের মরশুমে রাজ্যের মোটামুটি সমস্ত কিছুর বাজারদর বিগত কয়েকদিন ধরেই ব্যাপক বদলে গেছে। ব্যাপকভাবে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আর তাই নাভিশ্বাস ফেলছে বঙ্গবাসী। এর মাঝে সোনার দামেও দেখা গেছে ঊর্ধ্বগতি। বিগত কয়েকদিন ধরেই কলকাতার বাজারে সোনার মূল্য উর্ধমুখী অবস্থায় রয়েছে।
এই উর্ধমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর যা ছিল তার তুলনায় সপ্তাহের লক্ষ্মীবার অর্থাত্ বৃহস্পতিবার সকালে বাজার খুলতেও পাল্টাল না চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম উর্ধমুখী। পাশাপাশি এদিন সামান্য বৃদ্ধি পেল রূপোর দামও। দেখে নিন এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় বলা যায় কিনা।
আজ কলকাতায় সোনার দাম:
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,১৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গয়না সোনার দাম ৫৪,২৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম:
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,০৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গয়না সোনার দাম ৫৪,১৫০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।