দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত! চণ্ডীগড়ের সাধারণ সমাবেশ থেকে উঠল 'পাকিস্তান মুর্দাবাদ'
হামলায় পাকিস্তানের প্রধান লক্ষ্য পাঞ্জাব! এবার স্থানীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল সেনাবাহিনী
পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জের! চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবা স্থগিত
একের পর এক বিমানঘাঁটি ধ্বংস পাকিস্তানের! এবার ভারতকে হামলা বন্ধের আর্জি করলেন 'অসহায়' পাক মন্ত্রী
শ্রীনগরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তানের! একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীরের রাজধানী
পাঞ্জাবের বিমানঘাঁটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা পাকিস্তানের! ভারতের পাল্টা জবাবে নাজেহাল ইসলামাবাদ
শুক্রবার রাতে পাঞ্জাবের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান! অভিযোগ সেনাবাহিনীর
পাখির কলরবে নয়, বরঞ্চ বিস্ফোরণ, গুলিবর্ষণের বিকট আওয়াজে ঘুম ভাঙছে পুঞ্চের নিরীহ মানুষদের!
শ্রীনগরের ডাল লেকে আছড়ে পড়ল পাক ক্ষেপণাস্ত্র! কী বলছে ভারতীয় সেনাবাহিনী

খারাপ খবর! লক্ষ্মীবারে ১০০ টাকা বাড়ল দাম

মধ্যবিত্ত মানুষের ভাগ্য খুলল না আজ। সোনার দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন ধরেই দাম বৃদ্ধি পেয়েছে ক্রমশ। আজকেও তার অন্যথা হয়নি। জেনে নিন আজকের মূল্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
gold

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সামনেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই ভোটের মরশুমে রাজ্যের মোটামুটি সমস্ত কিছুর বাজারদর বিগত কয়েকদিন ধরেই ব্যাপক বদলে গেছে। ব্যাপকভাবে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আর তাই নাভিশ্বাস ফেলছে বঙ্গবাসী। এর মাঝে সোনার দামেও দেখা গেছে ঊর্ধ্বগতি। বিগত কয়েকদিন ধরেই কলকাতার বাজারে সোনার মূল্য উর্ধমুখী অবস্থায় রয়েছে।

এই উর্ধমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর যা ছিল তার তুলনায় সপ্তাহের লক্ষ্মীবার অর্থাত্‍ বৃহস্পতিবার সকালে বাজার খুলতেও পাল্টাল না চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম উর্ধমুখী। পাশাপাশি এদিন সামান্য বৃদ্ধি পেল রূপোর দামও। দেখে নিন এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় বলা যায় কিনা।

আজ কলকাতায় সোনার দাম:
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,১৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গয়না সোনার দাম ৫৪,২৫০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম:
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,০৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গয়না সোনার দাম ৫৪,১৫০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।