নববর্ষে সোনায় সোহাগা! হাজার হাজার টাকা সস্তা সোনা! আজই কিনুন

১৪৩০ সালের প্রথম দিন অর্থাত্‍ নববর্ষেই সুখবর। মধ্যবিত্তের জন্য অত্যন্ত বড় খবর কারণ হাজার হাজার টাকা সোনার দাম কমে গেলো

author-image
Anusmita Bhattacharya
New Update
gold

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: ১৪৩০ সালের প্রথম দিন অর্থাত্‍ নববর্ষেই (Bengali New Year) সুখবর। মধ্যবিত্তের জন্য অত্যন্ত বড় খবর কারণ হাজার হাজার টাকা সোনার দাম (Gold Price) কমে গেলো। কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে কমে গেছে। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ৫৫,৯৫০ টাকা (কমেছে ৭০০ টাকা)। ১০০ গ্রামের দাম ৫,৫৯,৫০০ টাকা (কমেছে ৭,০০০ টাকা)। ২৪ ক্যারাট সোনার দামও প্রতি গ্রামে হয়েছে সস্তা। ১ গ্রামের দাম ৬,১০৪ টাকা (কমেছে ৭৬ টাকা)। সেই সঙ্গে ১০ গ্রামের দাম ৬১,০৪০ টাকা (কমেছে ৭৬০ টাকা), ১০০ গ্রামের দাম ৬,১০.৪০০ টাকা (কমেছে ৭,৬০০ টাকা)।