ছুটির দিনেই দারুণ খবর! বাজারে সোনার দামে ব্যাপক পরিবর্তন

এখন বিয়ের মরশুম। তাই সোনার দোকানে ভিড় উপচে পড়ছে। কিন্তু এতদিনে দাম নিয়ে চিন্তায় পড়েছিল মধ্যবিত্ত মানুষ। আজ তাতে কি বদল এল? জেনে নিন সেই দাম।

author-image
Anusmita Bhattacharya
New Update
gold

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দিন দিন ভারতে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম।পরিসংখ্যান বলছে, ২০২৩-এ এখন পর্যন্ত সোনা ১০ শতাংশ রিটার্ন দিয়েছে। শুধু ভারতেই নয়, সোনার রেকর্ড দাম বৃদ্ধি অন্যান্য পাশ্চাত্য দেশেও দেখা গিয়েছে। ভারত ছাড়া অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যেও সোনার দাম বিপুল হারে বেড়েছে। শনিবার কলকাতায় সোনার দাম ছিল সামান্য স্থিতিশীল। আর ছুটির দিন অর্থাত্‍ আজ রবিবার সকালে বাজার খুলতে এক থাকল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম থাকল স্থিতিশীল। 

আজ কলকাতায় সোনার দাম (১৬.০৭.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,০০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১৫.০৭.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,০০০ টাকা।