পরকীয়ায়া লাগে রিচার্জ! তাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে দিদিকেই ভোট দেবে এরা

এদের কাছে সম্বল লক্ষ্মীর ভাণ্ডার।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: "লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ফোনে রিচার্জ করি বয় ফ্রেন্ডের সঙ্গে কথা বলি, তাই দিদিকেই ভোট দুবো" বলে হেসে ফেলল পিঙ্কি। লোকের বাড়িতে কাজ করে হয় রোজগার। সঙ্গে পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। স্বামী-সন্তান এমনকী নাতি, নাতনি নিয়ে ভরা সংসার এতেই চলে যায়।

money (1)n

বাঁকুড়া, পুরুলিয়ার গ্রামে এই ঘটছে।লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হল মেয়েদের শক্তি। যাতে টাকা বন্ধ না হয় সেই ভয়ে দিদিকেই আবার দেবে তারা ভোট।   

 tamacha4.jpeg