বাংলায় উল্লেখযোগ্যভাবে কন্যা সন্তানের জন্মের হার কমেছে! কারণ জানলে চমকে উঠবেন

বাংলায় কন্যসন্তানের জন্মের হার নিয়ে উদ্বেগজনক একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Child


নিজস্ব সংবাদদাতা: বাংলায় কন্যসন্তানের জন্মের হার নিয়ে উদ্বেগজনক একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে।  সেই রিপোর্ট অনুযায়ী বাংলার অর্ধেকের বেশি জেলায় কন্যাসন্তানের হার গত এক বছরে উদ্বেগজনকভাবে কমে গিয়েছে।    রিপোর্ট অনুযায়ী বাংলায় ১৩টি জেলায় পুত্র সন্তানের জন্মের হারের অনুপাতে কন্যা সন্তান জন্মের হার উদ্বেগজনকভাবে কমে গিয়েছে। 

রিপোর্ট অনুযায়ী,  ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় প্রতি ১ হাজার পুত্রসন্তান জন্মের অনুপাতে কন্যাসন্তানে জন্মের হার কমেছে। আর কন্যা সন্তানের জন্মের হার ৯৫০-এরও কম।  যে জেলাগুলোয় কন্যা সন্তানের জন্মের হা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, তারমধ্যে অন্যতম দর্জিলিং, মালদা, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা।  বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় উল্লেখযোগ্যভাবে কন্যাসন্তানের জন্মের হার কমে গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গোটা বাংলায় ১ হাজার পুত্র পিছু কন্যা সন্তানের জন্মের হার ৯৪৬ জন। 

এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাগুলি সীমান্তবর্তী হওয়ায় অনেক ক্ষেত্রে ভিন রাজ্যে গিয়ে অনেকে লিঙ্গ নির্ধারণ করিয়ে আসছেন। অন্যদিকে, রাজ্যের জেনেটিক ল্যাবগুলো নিয়ম মেনে কাজ করছে কি না, সেই বিষয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। রাজ্য পরিবার কল্যাণের  এক আধিকারিক জানিয়েছেন, এই নিয়ে প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। লিঙ্গ নির্ধারণের বিষয়টি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।