কলকাতায় গিয়ান বার সিনড্রোম আতঙ্ক, আক্রান্ত ২

চিকিৎসক সূত্রে খবর, মূলত ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত কারণেই এই সিনড্রোম দেখা যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে পক্ষাঘাতের দিকে ঠেলে দেয় নয়া এই ভাইরাস।

author-image
Jaita Chowdhury
New Update
virus new

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এবার গিয়ান বার (Guillain Barre Syndrome) আতঙ্ক কলকাতায় (Kolkata)। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে গিয়ান বার সিনড্রোমে আক্রান্ত ভর্তি দুই শিশু। দুজনকেই প্রথমে আইসিইউতে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার পর একজনের শরীরে ধরা পড়েছে নয়া ভাইরাস। অপরজনকে আপাতত আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

চিকিৎসক সূত্রে খবর, মূলত ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত কারণেই এই সিনড্রোম দেখা যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে পক্ষাঘাতের দিকে ঠেলে দেয় নয়া এই ভাইরাস। সঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস্যাও থাকছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। প্রাথমিকভাবে এই সিনড্রোমকে চিহ্নিত করে রোগীকে পর্যবেক্ষণে রাখা এবং সেই সঙ্গে ইমিউনোগ্লোবিন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে।