নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকদের ওপর ক্রমেই চাপ বাড়তে শুরু করেছে রাজ্য সরকারের ওপর। কাল সারা ভারতের জুনিয়র চিকিৎসকরা বাংলার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে প্রতীকী অনশনে বসছেন। এই পরিস্থিতি সিনিয়র চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বৈঠকের জন্য আহ্বান জানানো হল। মুখ্যসচিবের তরফে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে এই মেল পাঠানো হয়েছে। জানানো হয়েছে, প্রতি সংগঠনে দুজন করে প্রতিনিধি আসতে পারবেন।
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, সংগঠনের বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাস্থ্যভবনে বেলা ১২টার সময় এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রায় দুই মাস ধরে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন। বর্তমানে জুনিয়র চিকিৎসকরা ১০ দফা দাবিতে অনশন করছেন। অনশনের আট দিন পেরিয়ে গেলেও সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলেই অভিযোগ। টানা অনশনে ইতিমধ্যে তিন জন জুনিয়র চিকিৎসক গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। অনুষ্টুপ মুখোপাধ্যায় কলকাতা মেডিক্যাল কলেজে, অনিকেত মাহাতো আরজি করে। অন্যদিকে, জুনিয়র চিকিৎসক অলোক ভর্মা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আইসিইউতে রয়েছেন।