নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন সংলগ্ন সাগরে গিয়ে মিশেছে মা গঙ্গা। গঙ্গাসাগরের সেই পবিত্র গঙ্গাজল এবার ঘরে ঘরে পৌঁছে দেবে ভারতীয় ডাক বিভাগ। ডাক বিভাগের উদ্যোগে কলকাতায় জেনারেল পোস্ট অফিস বা জিপিও-তে সেই বোতলবন্দি গঙ্গাজল পরিষেবার উদ্বোধন হল। তাই এখন থেকে গঙ্গাসাগরের গঙ্গাজল ডাক বিভাগের মাধ্যমে পাওয়া যাবে।
জানা গিয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে গঙ্গাসাগরের গঙ্গাজল এখন থেকে ডাকঘরে বিক্রি করা হবে। ২৫০ মিলিলিটার জলের বোতল ৩০ টাকা মূল্যে পাওয়া যাবে। কলকাতা জিপিও সহ শহরের ১০টি ডাকঘরে এই গঙ্গাজল পাওয়া যাবে। আগামী সপ্তাহ থেকে কলকাতা এবং চলতি মাসের ১৫ তারিখের পর সমগ্র বেঙ্গল সার্কেলের মানুষ ডাকঘর থেকে গঙ্গাজল কিনতে পারবেন।
প্রসঙ্গত, গঙ্গাসাগর বা সাগর দ্বীপ হল গঙ্গা বদ্বীপের একটি দ্বীপ, যা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার অধীনে কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মহাদেশীয় বালুচরে অবস্থিত। এটি কেবল একটি পবিত্র তীর্থযাত্রা নয়, আবেগ এবং বিশ্বাসের একটি জটিল মিশ্রণ। প্রতি বছর গঙ্গাসাগরে মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত আসেন এবং পবিত্র স্নান করেন।
এই পবিত্র স্থানে লক্ষাধিক মানুষের ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে এবং সারা দেশে হিন্দু ও বাঙালি প্রবাসীদের কথা বিবেচনা করে, পশ্চিমবঙ্গ সার্কেল সিদ্ধান্ত নিয়েছে যে দেশের সব কোণায় মানুষের জন্য পবিত্র জল উপলব্ধ করা হবে।