ফের ছত্রাক স্যালাইনে

RL স্যালাইন নিষিদ্ধ হওয়ার পর এখনও বাজারে মজুত। হাসপাতালে ন্যায্য মূল্যের দোকানেই মিলছে রিংগ্যাল ল্যাকটিক। বৃহস্পতিবার ফের ছত্রাক স্যালাইনে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Saline Controversy

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আবার শিরোনামে মেদিনীপুর মেডিক্যাল। RL স্যালাইন নিষিদ্ধ হওয়ার পর এখনও বাজারে মজুত। হাসপাতালে ন্যায্য মূল্যের দোকানেই মিলছে রিংগ্যাল ল্যাকটিক। বৃহস্পতিবার ফের ছত্রাক স্যালাইনে। লেখা নেই ব্যাচ নম্বর, তৈরির তারিখ বা মেয়াদ উত্তীর্ণের তারিখও। ঘটনাকে ঘিরে ছড়ায় উত্তেজনা। বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। 

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন  রিংগ্যাল ল্যাকটিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সব হাসপাতালেই লাগু হবে এই নির্দেশ। ক্ষতিগ্রস্ত রোগীদের পরিবারকে দিতে হবে ক্ষতিপূরণ। স্যালাইন মামলায় এমনই নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের।