নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সোমবার চিপকো আন্দোলনের ৫০ বছর উদযাপন করল। এই চিপকো আন্দোলন ছিল পরিবেশ রক্ষাকে কেন্দ্র করেই। অর্থাৎ সুস্থ পরিবেশের জন্যে এই ভাবে বাড়ে বাড়ে বিভিন্ন ভাবে আন্দোলন হয়েছে। পরিবেশকে রক্ষা করতে আন্দোলনে ব্রতী হয়েছে বহু পরিবেশ প্রেমী মানুষ। এদিনও সেই পরিবেশ রক্ষার বিষয়েই হয়ে গেল বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানের মুখ্য বক্তা হিসাবে ছিলেন - ড. কল্যাণ রুদ্র, চেয়ারম্যান, WBPCB, ডঃ রাজেশ কুমার, আইপিএস, প্রধান সচিব, পরিবেশ বিভাগ এবং সদস্য সচিব, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং শ্রী সুব্রত ঘোষ, ওএসডি, WBPCB ৷ এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে, WBPCB-র চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র চিপকো আন্দোলনের ইতিহাস এবং তা কতোটা প্রাসঙ্গিক সেই বিষয়ে একাধিক বক্তব্য পেশ করেন। তাঁর কথায়, 'যেকোনও উন্নতির পিছনে পরিবেশের কিছুটা হলেও অবনতি থাকে। আমরা যে কৃষিকাজ করি, তাও যখন উন্নত পদ্ধতিতে করতে যায়, তখন তার প্রভাব পরিবেশের ওপরেও পড়ে'। তিনি আর কী কী বললেন এই বিষয়ে, তা জানতে চোখ রাখুন নীচের ভিডিওয়।