আন্দোলনের মধ্যেই অনন্য নজির চিকিৎসকদের! SSKM-এ বিনামূল্যে আইভিএফ পদ্ধতিতে কন্যা শিশুর জন্ম

SSKM-এ বিনামূল্যে আইভিএফ পদ্ধতিতে কন্যা শিশুর জন্ম।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
sskm1111111

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে বার বার চিকিৎসকদের ওপর একপক্ষ আঙুল তুলছেন। আন্দোলন নিয়ে কটু কথা বলছেন। এসএসকেএমে আইভিএফ পদ্ধতিতে সম্পূর্ণ বিনামূল্যে জন্ম নিল কন্যা সন্তানের। পূর্ব ভারতে প্রথম কোনও সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতির মাধ্যমে শিশু জন্ম নিল। এসএসকেএম হাসপাতালে এবং GDIRF প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক প্রসূতি এই কন্যাসন্তানের জন্ম দেন।

১৯৭৮ সালে টেস্টটিউব বেবির জনক চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে অক্টোবরেই প্রথম এক কন্যা শিশুর জন্ম হয়। সেই  অক্টোবরেই এসএসকেএমে আইভিএফ পদ্ধতিতে কন্যা শিশুর জন্ম নেয়। এসএসকেএমের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই এই খবর প্রকাশ করা হয়।     সেখানে বলা হয়, সম্পূর্ণ বিনামূল্যে এসএসকেএম হাসপাতালে  এই IVF চিকিৎসা শুরু হয়েছে। প্রসঙ্গত, বেসরকারি প্রতিষ্ঠানে এই চিকিৎসার মাধ্যমে সন্তানের জন্ম দিতে খরচ হয় ১ লক্ষ ৫০ হাজার বা তার বেশি টাকা। জানা গিয়েছে, এই পদ্ধিতিতে চিকিৎসার জন্য ইতিমধ্যে ৩২০০ জন নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। যার মধ্যে ৩৫ জন ইতিমধ্যে অন্তঃসত্ত্বা।