নিজস্ব সংবাদদাতা: খাস কলকাতায় (Kolkata) প্রতারণার জাল! সেনা আধিকারিকের পরিচয় দিয়ে, আস্ত সেনা প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রতারণা! শিরোনামে পার্ক স্ট্রিট (Parkstreet)।
ঠিক কী ঘটেছে? নিজেকে সেনা আধিকারিকের পরিচয় দিয়ে, আস্ত সেনা প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রতারণার ডালপালার মতো জাল ছড়িয়েছিলেন শেখ নাজিম নামে এক ব্যক্তি। খবর পেতেই, পার্ক স্ট্রিটের ইলিয়ট লেন থেকে গ্রেফতার করা হল অভিযুক্তকে।
অপরদিকে, নিউটাউনে কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয়ে চাকরির টোপ দিয়ে পুলিশের জালে আরও এক ব্যক্তি। ধৃতের নাম সৌরভ কুমার।