নিজস্ব সংবাদদাতা: ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ট্রেনি ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। কান পাতলে একটাই স্বর শোনা যাচ্ছে, 'জাস্টিস ফর আরজি কর' অথবা 'উই ওয়ান্ট জাস্টিস!' এই আবহেই অনেকেই সমাজমাধ্যমে দুর্গাপুজো বয়কট করার কথা লিখেছেন।
/anm-bengali/media/media_files/RdRdVldzgKt4PRGoDcyg.jpg)
সেইজন্যই সরব হয়েছে 'ফোরাম ফর দুর্গোৎসব'। এই বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে তারা অনুরোধ জানিয়েছে যে, দুর্গাপুজোকে যেন তার নিজস্ব ধারায় বইতে দেওয়া হয়।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2020/10/durga_30-9-2020-sixteen_nine-1.jpg)
তার সঙ্গে তারা এই ঘটনার তীব্র নিন্দা করে সুষ্ঠ ও দ্রুত ন্যায়বিচারের দাবিও করেছে।